চরফ্যাশনে সবজি চাষ করে স্বাবলন্বী কৃষক নান্টু:

এম আবু সিদ্দিক, বিশেষ প্রতিনিধি: ভোলার চরফ্যাসন উপজেলার পূর্ব চরমাদ্রাজ রাস্তার দুপাশ জুড়ে দেখা যায় সবুজ সবজির সমারোহ। জমিতে সবজির পরিচর্যা নিয়ে ব্যাস্ত রয়েছেন চাষী নান্টু মিয়া (৫৫ বছর)। তার সাথে কথা বলে জানা যায়, ১২ গন্ডা জমিতে দুই প্রকার সবজি করল্লা ও মিষ্টি কুমড়া চাষ করেছেন তিনি। আবার পরবর্তী চাষের জন্য শিম ও টমেটোর বীজ বপন করে রেখেছেন চাষী নান্টু মিয়া। দুই মাস আগেই করলা ও মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছেন, এখন এরফল চলে এসেছে। তবে এই কৃষক জানান বীজ সহসার-কিটনাশক এর দাম বেশি।চারদিক থেকে সবজি আসায় দামও ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই আশানুরুপ লাভের দেখা পাবেন না বলেও জানান তিনি। তাবে তিনিএই কৃষি কাজ করেই এক মেয়েকে বিয়ে দিয়েছেন দুই ছেলেকে পড়ালেখা করিয়েছেন,তারা এখন ছোটখাটো চাকুরিজীবী করে। যত দিন তার শরীর স্বাস্হ্য ভালো থাকবে এবং কাজ করার শক্তি থাকবে তত দিন কৃষি কাজই করে যাবেন বলে জানান কৃষক নান্টু মিয়া।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।