চরফ্যাশনের সাথে দ্বীপ কুকরি-মুকরি সংযুক্ত হচ্ছে

এম আবু সিদ্দিক.বিশেষ প্রতিনিধি: বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি মূল ভূ-খন্ড ভোলার চরফ্যাশনের সঙ্গে ক্রসড্যামের মাধ্যমে যুক্ত করা হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও সরকারের জাতীয় উন্নয়নের সুফল ভোগ করতে করতে বিচ্ছিন্ন দ্বীপের মাঝখানে ক্রসড্যাম নির্মাণের মাধ্যমে রপ্তানীযোগ্য পানির রিজার্ভার সৃষ্টিসহ ভূমি পুনরুদ্ধার করতে খুব শিঘ্রই একটি মহা পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। এরই প্রেক্ষিতে মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনাসহ ভাঙ্গণ কবলিত আরেকটি বিচ্ছিন্ন দ্বিপ ঢালচর ও তারুয়া সী-বীচ পরিদর্শণ করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব। বৃহস্পতিবার দুপুরে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার উপজেলার দৃষ্টি নন্দন পর্যটন এলাকা বিচ্ছিন্ন এ দ্বীপ কুকরি মুকরি সংলগ্ন মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনা পরিদর্শন করেন বলে জানান ভোলা পানি উন্নয়ন বোর্ড ডিভিসন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ। নদী পরিদর্শণকালে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, মোহনায় ক্রসড্যামের মাধ্যমে রিজার্ভার তৈরী করে স্বাদু পানি সংরক্ষণ ও রপ্তানী করা সম্ভব। এ প্রকল্পটির পর্যালচনা চলমান রয়েছে। আমরা খুব শীঘ্রই একটি মহাপরিকল্পনা গ্রহণ করব। পরে জেলে ট্রলারসহ আমদানী রপ্তানীতে নৌ-চলাচল ও কৃষি উন্নয়নে সেচ সুবিধা কল্পে কুকরি-মুকরির খাল সমূহ পুনঃখনন এবং বঙ্গপোসাগরের কোলঘেঁষা ভাঙ্গণকবলীত ঢালচরকে রক্ষায় বেড়ীবাঁধ নির্মাণে প্রকল্প প্রস্তাবনা প্রেরণের নির্দেশ দেন সংশ্লিষ্ট দপ্তরকে।