গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের আয়োজনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
ভোলার উত্তরের অন্যতম সামাজিক সংগঠন ‘গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগার’র আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) বিকালে সদরের পরানগঞ্জ বাজারের শাহিন প্লাজায় অনুষ্ঠিত আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তি ছিলেন, গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগার এর প্রতিষ্ঠাতা, এসএ টিভি ও নয়া দিগন্ত জেলা প্রতিনিধি এডভোকেট সাহাদাত হোসেন শাহিন।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, পাঠাগারের উপদেষ্টা ও নাজিউর রহমান কলেজের প্রভাষক বিশিষ্ট সাহিত্যিক কাজল কৌশিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রব, বীর মুক্তিযোদ্ধা ওবায়েদুল হক মেলেটারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান মাতাব্বর, বীর মুক্তিযোদ্ধা মোঃ হানিফ, ৩২নং মুজাফফর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাঠাগারের উপদেষ্টা জামাল উদ্দিন বাহার, ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোঃ আবদুর রহমান হাওলাদার, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মেহেদী হাসান কামাল, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সদস্য সচিব আদিল হোসেন তপু, পাঠাগারের সাবেক সভাপতি ও আলতাজের রহমান কলেজের প্রভাষক আবদুল্লাহ আল নোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের আহবায়ক ঈমাম হোসেন কান্টু।
দৈনিক আজকের ভোলার সহযোগী সম্পাদক ও গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের সাধারণ সম্পাদক এম শাহরিয়ার জিলন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জীবন-পূরাণ আবৃত্তি সংসদের সভাপতি ও আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মশিউর রহমান পিংকু, ভোলানিউজের সম্পাদক ও দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি এডভোকেট মনিরুল ইসলাম, সমাজসেবক মোঃ আবু তাহের মজগুনী, দৈনিক ভোলার বানীর স্টাফ রিপোর্টার মেজবাহ উদ্দিন টুলু, দৈনিক আজকের ভোলার স্টাফ রিপোর্টার এম মইনুল এহসান, দৈনিক বাংলার কন্ঠের স্টাফ রির্পোটার আকতারুল ইসলাম আকাশ, টি-ওয়ান এর জেলা প্রতিনিধি ইমতিয়াজুর রহমান, বিপ্লবী বাংলাদেশ এর জেলা প্রতিনিধি মোঃ রাসেল তালুকদার, দৈনিক আজকের ভোলার স্টাফ রিপোর্টার গোপাল চন্দ্র দে। এসময় গ্রামীন সমাজ কল্যাণ পাঠাগারের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মোঃ নুরে আলম, মোঃ আনিছুর রহমান মজগুনী, মোঃ সাদ্দাম হোসেন, মোঃ সুজন কাজী, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ আল আমিন, মিজানুর রহমান সিনহা, ফজলে রাব্বী, তানিম হাওলাদার, ফয়েজ আহমেদ, রাসেল হাওলাদার, রুবেল হাওলাদার, মোঃ শাকিল, তানভীর মোল্লা, বিজয় মমিন, ওমর ফারুক, জাহিদ হাসান, মোঃ নাহিদ হোসেন, রাকিব হোসেন, আকবর আলিফ, রাকিব হোসেন মোকতার, হাসান প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মাওলানা ওমর ফারুক।
আলোচনা শেষে গ্রামীণ সমাজ কল্যাণ পাঠাগারের পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে পথচারী, গাড়ী চালক, যাত্রীদের মাঝে সচেতনতামূলক মাস্ক বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তর আলোচনা করেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।