কবি মোঃ আঃ কুদদূস এর ” তোহফা মণি “
মোঃ আঃ কুদদূস
তোহফা মণি তোহফা মণি
কোথায় তোমার ঘর?
হেথায় বসে ডাকছি তোমায়
কেন করো পর?
আম্মি আমার তোহফা মণি
হেসে যায় খিল খিল
মায়ের হাসি দেখে আমার
জুরিয়ে যায় দিল।
মুখে তাহার হাজার কথা
বলছে অবিরাম
কথা বলার মাঝে তিনি
নেয় নাকো বিশ্রাম।
মায়ের কথা শুনে শুনে
নিরালায় ভাবি
আম্মুু আমার বড় হচ্ছে
বুঝতেছে সবি।
তোহফা মণি লক্ষী সোনা
এই আকাশের চাঁদ
দিনভর দেই মোরা তারে
হাজার আহলাদ।
তোহফা আম্মু সোনা পাখি
মিষ্টি মিষ্টি মুখ
ফোকলা দাঁতের হাসি দেখে
মুচে আমার দুঃখ।
২২ ডিসেম্বর ২০১৮
স্বরবৃত্ত ছন্দ।