আট দফা দাবিতে ভোলায় দলিত জনগোষ্ঠীর মানববন্ধন

ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা .কম।

ভোলায় দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভোলা প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন ভোলা জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন জেলা কমিটির সভাপতি চন্দ্র মোহন সিডু, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, উপদেষ্টা মানিকলাল, সদর উপজেলা সাধারণ সম্পাদক গোপাল রবিদাসসহ অনান্যরা। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে জাতি, ধর্ম, বর্ণসহ সকল মানুষের সম অধিকারের কথা থাকলেও দলিত জনগোষ্ঠী এখনো বৈষম্যের শিকার হচ্ছে। দলিত জনগোষ্ঠীর জন্য সরকার শিক্ষা বৃত্তি ও বয়স্ক ভাতা চালু করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এসময় বক্তারা , সরকারি বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দলিত ছাত্র-ছাত্রীদের ভর্তি কোঠা, দলিত জনগোষ্ঠীকে বিকল্প পেশায় উৎসাহিত করার পাশাপাশি কারিগরি শিক্ষা প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, দেশের সকল জেলায় দলিত জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তায় কর্মসূচীর আওতায় আনা, জাত-পাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধ আইন কমিশন সুপারিশকৃত প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন দ্রুত প্রণয়ন করাসহ ৮ দফা বাস্তবায়নের দাবি জানান।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।