লালমোহন যুবলীগ অফিসে হামলার প্রতিবাদে উপজেলা যুবলীগের সংবাদ সম্মেলন

লালমোহন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
লালমোহন উপজেলার ডাওরী বাজার যুবলীগ অফিসে বিএনপি সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে লালমোহন উপজেলা যুবলীগ সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা যুবলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্য উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হাসান রিমন বলেন, বৃহস্পতিবার সকাল অনুমান ১০টারদিকে ডাওরী বাজার যুবলীগ অফিসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা চলছিল। এসময় তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার ও কালমা ইউনিয়ন বিএনপির আহ্ববায়ক বাহাদুর হাওলারের নেতৃত্বে ৬০/৭০ জন সন্ত্রাসী অতর্কিত হামলা করে। সন্ত্রাসীদের হামলায় কালমা ইউনিয়ন যুবলীগের মোঃ সেলিম সিকদার, ফয়েজ উল্ল্যাহ মাল, তানভীর, মোহাম্মদ আলীসহ কমপক্ষে ১৮ জন যুবলীগ নেতাকর্মী আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরো জানান, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমোহন-তজুমদ্দিনের শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে বিএনপির সন্ত্রাসীরা এ হামলা চালায়। ভোলা ও লালমোহনে ২০০১ সালের চিহ্নিত সন্ত্রাসীরা মোতাহার ও খোরশেদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছিল সেই খুনি মেজর হাফিজের নির্দেশে এ হামলার ঘটনা ঘটায়। এ হামলার ঘটনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র বলেও মনে করেন যুবলীগ। উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থাসহ যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দৃষ্টি আকর্ষণ করেন উপজেলা যুবলীগ।
এসময় উপস্থিত ছিলেন, ভোলা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আক্তার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম শাহ জামাল দুলাল, উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদার, সহ-সভাপতি বদিরুজ্জামান বাদল, মোশারফ হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত চন্দ পন্টি, কালমা ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব হোসেন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।