মোড়ক উম্মোচন হলো কবি সুয়েজ করিমের “কল্পিত নগরে”

কাজী মহিব্বুল্লাহ আজাদ, আমাদের ভোলা।

ব্যাপক সাড়া জাগানো তরুন কবি সুয়েজ করিমের কাব্য গ্রগন্থ কল্পিত নগরে” এর মোড়ক উম্মোচন হলো । ভোলা জেলা চরফ্যাশন উপজেলার একটি হল রুমে এই অনুষ্ঠান হয়। বৈশ্বিক পরিস্থিতির কারনে ব্যাপক বড় আয়োজন না হলেও কবি সাহিত্যিক গীতিকারদের আমন্ত্রনের মাধ্যমে এই অনুষ্ঠান আয়োজন করা হয় ৫৭টি কবিতা নিয়ে এই কাব্য গ্রহন্থটি প্রকাশ করেন “মাধুর্য প্রকাশনী ঢাকা থেকে। মোড়ক উম্মোচন করলেন জনাব মুহাম্মদ সাইদ উল্লাহ্ (এসইভিপি ও হেড অব এএমডি}, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ হেড অফিস,ঢাকা।) অনুষ্ঠানে উপস্থিত, ছিলেন জনাব মোঃ আমিনুর রহমান, জনাব মোঃ শাহ আলম, জনাব আবু সালেহ্ মোঃ মুছা, বিশিষ্ঠ ব্যাবসায়ী মইনুল ইসলাম মারুফ ও শাহ মোঃ ইয়ামিন
এছাড়াও চরফ্যাশন এর বিভিন্ন সমাজ সেবক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুয়েজ করিম:- মেঘনা-তেতুলিয়া-ইলিশা ও বঙ্গোপসাগর ঘেরা দ্বীপ জেলা ভোলার সর্বদক্ষিণে সমুদ্র উপকুলীয় জনপদ চরফ্যাশন উপজেলা চরমাদ্রাজের প্রকৃতি ছোঁয়াঘন গাছগাছালীতে ঘেরা নদী বিধৌত মফস্বলে ১৯৮৫ সালে জন্ম গ্রহন করে চঞ্চনা কৈশোর কেটেছে। পড়াশুনার পাশাপাশি শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে ছিল তার অবাধ বিচরণ। এ প্রজন্মেও তরুণ কবি সুয়েজ করিম। একজন কবির যেটা প্রথম গুন শব্দ চেতনা, ছন্দ, চিত্রকল্প, উপমা, মিথ,কাব্যময়তা এবং কবিতার মধ্যে রহস্যময়তা ও গল্প সৃষ্টি করা সেইসব গুন সুয়েজ করিমের কবিতায় রয়েছে। বইটি প্রকাশ করেছেন মাধুর্য প্রকাশনী; বইটি অনলাইনে পাওয়া যাবে বই বিক্রেতা ”রকমারী.কম” এ। বক্তারা কবির সু-স্বাস্থ ও মঙ্গল কামনা করে বক্তব্য দেন। দোয়া মুনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।