ভোলায় সড়ক র্দূঘটনায় প্রান গেল যুবকের

ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা.কম।

ভোলার তজুমদ্দিন উপজেলায় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এতে শামিম নামের আরও একজন গুরুতর আহত হন।

শুক্রবার ভোরে কুঞ্জেরহাট-তজুমদ্দিন সড়কের মুচি বাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা ও তজুমদ্দিনের মডেল মসজিদের রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জাকির ও শামিম ভোলা সদর থেকে তজুমদ্দিনের উদ্দেশে রওনা হন। এসময় তারা কুঞ্জেরহাট-তজুমউদ্দিন সড়কের মুচি বাড়ির মোড়ে এলে ফায়ার সার্ভিসের একটি পানিবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। এবং শামিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা ফায়ার সার্ভিসের গাড়ির সাথে ধাক্কা দেয়। এতে এই দুর্ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।