ভোলায় করোনা আক্রান্ত হয়ে কৃষি কর্মকর্তার মৃত্যু

ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা .কম।

ভোলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত সোয় ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে ভোলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জন। এছাড়া ভোলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৬ জনে।
শুক্রবার সকালে ভোলা সদর উপজেলা কৃষি অফিসার রিয়াজ উদ্দিন ও সিভিল সার্জন দপ্তর জানান, গত ৭ নভেম্বর তিনি আক্রান্ত হলে হরলাল মধুকে ভোলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা গুরুতর হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। প্রায় ২ সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি মাদারিপুর জেলায়।
এদিকে ভোলায় গত ২৪ ঘণ্টায় ২০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৮৬৬ জনে। নতুন শনাক্তদের মধ্যে ১ জন ভোলা সদর ও ১ জন বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা। এছাড়া মোট সুস্থ হয়েছেন ৭৬৪ জন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।