বিজ্ঞাপনে নিয়মিত কাজ করে যাচ্ছেন অভিনেতা কাকা মাকসুদ।

আশরাফুর রহমান ইমনঃ ভোলা দৌলতখানের জন্ম নেয়া অভিনেতা কাকা মাকসুদ বর্তমানে অভিনয় ঘিরেই চলছে।তার ব্যস্ততা, তারপর থেকে সময়ের সাথে তাল মিলিয়ে তার একের পরে এক অভিনয় তাছাড়া নিয়মিত কাজ করেযাচ্ছেন একক নাটক খন্ড নাটক ধারাবাহিক নাটক সল্পদৈর্ঘ্য চলচিত্র ডকুমেন্টারি সরকারী সচেতনমূলক তথ্যচিত্র দুর্নীতি দমন কমিশনের (সততারজয় ) নামে একটি তথ্যচিত্র এবং প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে ৩৩৩ নামে তথ্য ও সেবামূলক তথ্যচিত্রের কাজ করেছেন, বিজ্ঞাপন মানে কাকা মাকসুদ , নামি দামী বড় বড় কোম্পানির বিজ্ঞাপন ধারাবাহিক ভাবে টানা করেযাচ্ছেন, তারমধ্যে যেমনঃ- বাংলালিংক এয়ারটেল, রবি, ওয়ালটন, আকিজ, প্রান,টেষ্ট–মি, পাঠাও, ফ্রেশসিমেন্ট আনােয়ার সিমেন্টশীট বিকাশ আইডিইবিব্যাংক, ইউ সি বি ব্যাংক, এইচ এস বি সিব্যাংক ব্রাকব্যাংক আরও অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন। সামনে আরও বেশকিছু বিজ্ঞাপনে কাজকরার কথারয়েছে ফোনে আলাপ কালে তিনি এমনটি জানিয়েছেন। কাকা মাকসুদ মঞ্চ নাটক দিয়ে তার অভিনয় শুরু,চারুনীড়ম থিয়েটারের দীর্ঘ দিন যুক্ত ছিলেন। চারুনীড়ম থিয়েটারের প্রতিষ্ঠাতা ও জাতীয় চলচিএ পুরস্কার পাপত–লেখক ও পরিচালক জনাব গাজী রাকায়েত স্যারের হাত ধরেই তার অভিনয় জগতে প্রবেশ।

নিয়মিত কাজ করে অল্পসময়ের মধ্যেই দর্শকের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। তারজন্য বিজ্ঞাপন গুলােই তার আইডল এবং বিজ্ঞাপনই তাকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করেছে বড় পদার কাজের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বড় পদায় কাজ করার জন্য তিনি এখনাে পুরাে পুরি প্রস্তুত নন, তবে ইতিমধ্যে বিমানবাহিনির তত্ত্বাবধানে কিলাে ফ্লাইট ৭১, নামে একটি মুক্তিযুদ্ধের পূর্ণদৈর্ঘ্য চলচিত্রে কাজ করেছেন । সামনে এস.এইচ.ভিশনের ব্যানারে পরিচালক সজীব মাহমুদের পরিচালনায় পূর্নদৈর্ঘ্য চলচিত্রে কাজ করার কথা রয়েছে।সবকিছু ঠিকঠাক থাকলে অর্থাৎ কোভিড -১৯ করােনা পরিস্থিতির সবকিছু অনুকূলে আসলে আগামী বছরের মাঝা মাঝি দেশের বাইরে বিভিন্ন লােকেশনে শুটিং শুরু করার কথা রয়েছে।তিনি তা আশাবাদী দর্শক কে একটি ব্যাতিক্রম চলচিত্র উপহার দিবেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।