বিএনপির নির্বাচনে আসা ছাড়া তাদের বিকল্প কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি যত কথাই বলুক নির্বাচনে আসা ছাড়া তাদের বিকল্প কিছু নেই। তাদের শর্তগুলো একটাও যুক্তিসম্মত নয়, তাদের বক্তব্য যুক্তি-তর্ক দিয়ে বক্তব্য খন্ডন করা হয়েছে।
নৌকায় ভোটের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৯৬ তে দেশের উন্নয়ন হয়েছে এবং ২০০৮ সালেও নৌকায় ভোটের মাধ্যমেই গত ১০ বছরে পৃথীবির মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি লাভ করেছে।
তিনি আরো বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আ’লীগের নেতা-কর্মীদের উপর অন্যায়-অত্যার করেছে, তাদের অত্যাচারে অনেকেই মা-বাবার জানাজায় অংশগ্রহন করতে পারেনি। সেই বিএনপি যদি আবারো সুযোগ পায় তাহলে কঠিন অবস্থার সৃষ্টি হবে। তাই প্রতিটি ঘরে ঘরে আওয়ামীলীগের দুর্গ গড়ে তুলতে হবে।
শনিবার (১০ নভেম্বর) দুপুরে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেণ, ভোলায় প্রচুর পরিমানে গ্যাস রয়েছে এ গ্যাসের উপর নির্ভর করেই জেলায় শিল্প প্রতিষ্ঠান হবে। ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর। তিনি বলেন, বিগত দিনে কেউ নদী ভাঙ্গন বন্ধ করেনি, আমরাই নদী ভাঙ্গর রোধ করেছি, ইতমধ্যে জেলার নদীভাঙ্গন রোধ কল্পে ৩ হাজার কোটি টাকার কাজ হয়েছে। অচিরেই ভোলা-বরিশাল ব্রীজ হলে দেশের মুল ভুন্ডের সাথে যুক্ত হবে।
মন্ত্রী গ্রামীন অর্থনীতির উন্নয়ন হয়েছে উল্লেখ করে বলেন, গ্রামগুলো এখন শহরে রুপান্তিত হয়েছে, কোন রাস্তা কাচা নেই, ডিসেম্বরের মধ্যে গ্রামে শতভাগ বিদ্যুৎ পৌছে যাবে।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আ;লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মো: ইউনুস, আজিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অনেতাকর্মীরা অংশগ্রহন করেন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।