বরিশাল বিভাগের শ্রেষ্ঠ সভাপতি কামাল হোসেন 

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।

প্রতিবছরের ন্যায় এবারও প্রাথমিক শিক্ষা পদক জয়ের প্রতিযোগীতা হয় সারা বাংলাদেশে। প্রতিযোগীতার নিয়মানুযায়ী প্রথমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কারীরা প্রতিযোগীতা করেন জেলা পর্যায়ে। জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কারীরা প্রতিযোগীতা করেন বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন কারীরা প্রতিযোগীতা করেন জাতীয় পর্যায়ে। সরকারের এই নিয়মে প্রতিযোগীতা করে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে তৃতীয় বারের মতো বরিশাল বিভাগীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেন ভোলা সদর উপজেলার বাংলাবাজারের ফাতেমা খানম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন। দঃ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের সাহজল হক মিয়া ও রহিমা বেগমের ৪ সন্তানের মধ্যে বড় পুত্র কামাল ২০১৭ সালের ২৬ জানুয়ারী স্কুলটির সভাপতি নির্বাচিত হয়ে সুনামের সহিত প্রায় ৫ বছর সভাপতি পদে অধিষ্ঠিত আছেন। কিভাবে আপনি তিন তিনবার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন এমন প্রশ্নের জবাবে দঃ দিঘলদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমানে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল বলেন,”আমি ফাতেমা খানম সঃ প্রাঃ বিদ্যালয়টিকে নিজের কর্মস্থল ভেবে শিক্ষকদের মতো প্রতিদিনই স্কুলে আসি এবং সকল কর্মকান্ড সম্পর্কে অবহিত হই। উচ্চ শিক্ষিত কামাল আরো বলেন,”আমি গ্রামে পড়াশুনা করে বড় হয়েছি বলেই গ্রামের বাচ্চাদের মনোভাব বুঝি এবং তাদের পড়াশুনাটাকে অগ্রাধিকার দিয়ে থাকি। দুই সন্তানের জনক কামাল বলেন,”আমি মনে করি এই স্কুলে পড়ুয়া প্রতিটি শিশু আমার সন্তানের মতো। তাই স্কুলটির পাঠদানের বিষয়টি আন্তরিকতার সহিত নজর রাখি”। এ বিষয়ে জানতে চাইলে স্কুলটির প্রধান শিক্ষক সামিয়া আক্তার বলেন,”আমাদের স্কুলের সভাপতি কামাল স্যার আমাদের স্কুলটির এতটাই খেয়াল রাখেন যে, “কোন শিক্ষক যেমন কাজে অবহেলা করতে পারেননা তেমনি সকল শিক্ষকগণ খুব স্বাছন্দ ভাবে পাঠদান করার সুযোগ পেয়ে থাকেন”। এ বিষয়ে সদালাপি কামালের স্ত্রী এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুফিয়া খাতুন বলেন,”আমার স্বামী (কামাল) শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন তার স্কুলে সময় দেন বলেই স্কুলটির পরিবেশ, লেখাপড়া ও ফলাফল অত্র এলাকার অন্যান্য স্কুল থেকে অনেক ভালো। আশা করি তিনি জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করবেন

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।