ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ভোলায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

কাজী মহিবুল্লাহ আযাদ , আমাদের ভোলা.কম।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় ভোলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। বুলবুল মোকাবিলায় জেলার ৬৬৮টি আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৯২টি মেডিকেল টিম। এছাড়াও জেলা সদরসহ সাত উপজেলায় ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সাধারণ মানুষকে সতর্ক করতে উপকূলে চলছে রেড ক্রিসেন্ট ও সিপিপির প্রচারণা।

শুক্রবার (৮ নভেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ে ঘূর্ণিঝড় মোকাবিলা বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক জানান, ঘূর্ণিঝড় মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ১৩ হাজার স্বেচ্ছাসেবীকে। মজুদ রাখা হয়েছে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। ঝড়ের বিষয়ে মানুষকে জানাতে সংশ্লিষ্ট দপ্তর ও সেচ্ছাসেবিরা প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছেন।

ভোলায় এখনো ৪ নম্বর সতর্কতা সংকেত চলছে। ঝড়টি কোন দিকে আঘাত হানবে তা এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না।

এ দিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সকাল থেকে ভোলা জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও আবার ভারী বর্ষণও হয়েছে। পুরো জেলা মেঘাচ্ছন্ন।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।