‌ধানের শীষ প্রতীকে লড়বে ঐক্যফ্রন্ট

অনলাইন ডেস্ক, আমাদের ভোলা.কম।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থীরাও ধানের শীষ প্রতীকে অংশ নেবেন বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে বৈঠক শেষে তিনি এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন ফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন।
গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের সমনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের প্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, জোটবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। সরকারি দল নির্বাচন না পেছাতে নির্বাচন কমিশন কে হুমকি দিচ্ছে। অন্যদিকে গতকাল আওয়ামী লীগ নেতা এইচ টি ইমামের নেতৃত্বে ইসির কথা বলেছে।
তিনি আরও বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন- তার চিন্তা সরকারি দলের না করলেও চলবে।
(সূত্র – নতুন সময়)

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।