১০ দিন ধরে নিখোঁজ ভোলার ছেলে সবুজ, সন্ধানের জন্য বাবা-মায়ের আকুতি
মোঃ আরিয়ান আরিফ , আমাদের ভোলা.কম।
গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের মো. সবুজ (২৫)। সে ঢাকার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌ-রাস্তার একটি গার্মেন্টস ফ্যাক্টরীতের চাকুরী করতেন। গত অক্টোবর মাসের ২৪ তারিখে বাড়ি থেকে ঢাকায় যায় সে। চলতি মাসের ৮ তারিখে তার পরিবারের সাথে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয়। এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কোনো ভাবেই তার খোজ পাচ্ছে না পরিবার। তার বাবা দিন মজুর নুরুল ইসলাম (ছিডু) তাকে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পায়নি। কোনো স্বহৃদয়বান ব্যাক্তি তার সন্ধান পেলে নিম্ন ঠিকায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো।
মো. নুরুল ইসলাম (ছিডু)
ধনিয়া ১নং ওয়ার্ড, ভোলা সদর, ভোলা।
মোবাইলঃ- ০১৭০৫৫৩১৯৪৬, ০১৭৪৫৩৭৩৬২৩