লালমোহনে যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
জাফর ইকবাল, আমাদের ভোলা.কম
ভোলার লালমোহন পৌরসভা যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকালে এক আনন্দ র্যালী বের করা হয়। আনন্দ র্যালীটি লালমোহন পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রধিক্ষণ করে লালমোহন উপজেলা আওয়ামীলীগ (থানার মোড়) প্রধান কার্যলয়ে এসে শেষ হয়। র্যালী শেষে এক আলোচনা সভা ও দোয়া মুনাজাতের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখের পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মাওলানা শাহে আলম। দোয়া মুনাজাত শেষে বিশাল কেক কাটা হয়। কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন শেষ করা হয়।
এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের সিনিয়র সহসভাপতি হাসান খলিফা, যুগ্ন সাধারন সম্পদক মাসুদ রানা রনি, সংগঠনিক সম্পাদক যুবায়ের কুদ্দুস, আল আমিন মামুন, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক সহ যুবরীগের অনান্য ব্যাক্তিবর্গ।