মোঃ আঃ কুদদূস এর কবিতা ” বাকরুদ্ধ “

বাকরুদ্ধ
মোঃ আঃ কুদদূস

কেউ কথা রাখে না, শুধুই চলে যায়,
চলে গিয়ে হারায়,
স্মৃতি বিস্মৃত হয়, সন্ধানেও পাই না।
তবুও আমি কবি-
শপথ ভুলছি না, ভুলছি না কবিতা,
কথার মারপ্যাচে বাকরুদ্ধ অবাক,
না বলা সব কথা অব্যক্ত রয়।

কেউ হাসতে থাকে, আবার কেউ কাঁদে,
কেউ বা চেয়ে দেখে;
কেউ বা কাছে আসে, একটু ভালোবাসে,
তবুও কথা শুনি-
মনের অলিন্দে কষ্টেরা ঐ ঘুরে,
অব্যক্ত ব্যথা সর্বাঙ্গ জুড়ে,
বুকের সবটায় নীল জোৎস্না ঝড়ে।

সমুখে কত কথা, প্রাণে যে শত ব্যথা,
নিরবে বয়ে চলে,
শুধু বাতি জ্বালিয়ে পথ পানে চাহিয়ে
আগ বাড়িয়ে খুঁজি-
সেই কবে আসবে আলোর ঝলকানি,
ধ্বংসাবশেষের পরে দেখা যাবে ঐ
সত্যের তোরণ-জয়ের উল্লাস।

কেউ কথা শুনে না, শুধু বলতে চায়,
বলেই সুখ পায়,
অস্ফুট তাকিয়ে কষ্টটা লুকিয়ে
কুকরে উঠি আমি,
কী লাভ হয় তার দিয়ে ব্যথা অপর
শুধু পেতে হর্ষ এ ক্ষণিকের তর
প্রেমহীন প্রাণ মোর কাঁপে থরথর।

২৮ নভেম্বর ২০১৮
মাত্রাবৃত্ত ছন্দ

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।