মিথ্যা ষড়যন্ত্রমুলক মাদক মামলা থেকে অব্যাহতি পেল ভোলা টাইমস্ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব)

বিশেষ প্রতিনিধি।

মাদক আইনে দায়ের করা মিথ্যা মামলার অভিযোগ থেকে খালাস পেয়েছেন ভোলা জেলার জনপ্রিয় পএিকা দৈনিক ভোলা টাইমস পএিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব)। গতকাল রবিবার (০১ নবেম্বর ) ভোলা সদর চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সানাউল্লাহ এ আদেশ দেন। এডভোকেট মোঃ ইসতিয়াক বাপ্পী ও দৈনিক ভোলা টাইমস পএিকার আইন বিষয়ক উপদেস্টা এডভোকেট লিটন এ তথ্য নিশ্চিত করেছেন। দৈনিক ভোলা টাইমস পএিকায় আলীনগর ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের বাসিন্দা মাদক ব্যবসায়ী মহিউদ্দিন কে নিয়ে করা অনুসন্দানী একটি সংবাদ প্রকাশের কিছুদিনপর র‌্যাব-৮ এর অভিযানে ১০০পিছ মাদকদ্রব্য ইয়াবা সহ আটক হন মহিউদ্দিন । পুনরায় পএিকায় ছবিসহ সংবাদ প্রকাশের জেদ কে কেন্দ্র করে ভোলাটাইমস পএিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব) কে সামাজিকভাবে হেয় করতে ও মামলায় ফাসাতে, মহিউদ্দিন তার মাদক ব্যবসায়ে সম্পৃক্ত থাকার মিথ্যা সিকারোক্তিতে দেন র‌্যাবের কাছে। এর সূএ ধরে গত ১৭ই মার্চ ২০১৮ইং তারিখে মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব) যখন ঢাকায় অবস্থানরত তখন তার নামটি মাদক মামলার অন্তর্ভুক্ত করে র‌্যাব। টানা এক বছরেরও বেশী সময় ধরে মিথ্যা মাদক মামলার হাজিরা দেন সাংবাদিক আলি জিন্নাহ রাজিব। অবশেষে মামলাটির সকল তদন্ত শেষে গতকাল রবিবার বিচারিক আদালতে শুনানীর পরে মাদক আইনে করা মিথ্যা মামলার অভিযোগ থেকে মোহাম্মদ আলী জিন্নাহ (রাজিব) কে অব্যাহতি দিয়েছেন বিজ্ঞ আদালত।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।