ভয়াবহ রুপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘নিভার’, আঘাত হানতে পারে রাতেই
নিউজ ডেস্ক, আমাদের ভোলা।
ভয়াবহ রুপ নিচ্ছে ভারতীয় উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় নিভার। দেশটির বিভিন্ন রাজ্যে আজ মধ্যরাতেই আঘাত হানবে। দেশটির আবহাওয়া অফিস এসব তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড় নিভারের গতিবেগ হতে পারে ১২০-১৩০ থেকে ১৪৫ কিলোমিটার পর্যন্ত। ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সরকার সকল ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে বাতিল করা হয়েছে একাধিক বিমানও।
জানা যায়, বুধবারের ৪৯ টি বিমান বাতিল করা হয়েছে।এছাড়া দেশটির তামিলনাড়ু, পুদুচেরি এবং অন্ধ্র প্রদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের সতর্কতার কারণে দক্ষিণ রেল বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।
ভারতীয় রেলওয়ের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর ২৪টি ট্রেন সম্পূর্ণ বাতিল করা হয়েছে। তবে কিছু ট্রেন আংশিক চলবে।
এদিকে নিভারের কারণে পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হচ্ছে। জানা যায়, রাত ৯ টা থেকে সকাল ৬ টা অবধি ১৪৪ ধারা জারি থাকতে