ভোলা সদর সাব রেজিষ্ট্রি অফিসের সহকারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ৷
ভোলা সদর সাব রেজিষ্ট্রি অফিসের সহকারীর বিরুদ্ধে আনিত মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে জেলা দলিল লিখক সভাপতির প্রতিবাদ ৷
অনলাইন পত্রিকা Crimebd.com প্রকাশিত সংবাদের জোরালো প্রতিবাদে আমি মোঃ লুৎফুর রহমান দলিল লেখক সমিতির ভোলা জোলা সভাপতি আমার সনদ নং( ২১৯৯)।
এই বিবৃতি দিচ্ছি যে জাহিদা বেগম কতৃক দলিল লেখক প্রতি আনিত অভিযোগ ১ লাখে ১০০০ টাকা চাঁদা দাবি ও অতিরিক্ত টাকা গ্রহনের অভিযোগ এবং দলিল রেজিঃ করন সম্পর্কিত ঘুষ গ্রহনের বিষয়টি সম্পূর্ন বানোয়াট ভিত্তিহীন ও মিথ্যা।
তিনি একজন সৎ যোগ্য মার্জিত ব্যাক্তি।
দলিল রেজিঃ সম্পর্কিত কোন দূূর্ননীতির সাথে তিনি জরিত নন।
আমি এবং আমার দলিল লেখক সমিতির সকল সদস্য জাহিদা পারভিনের বিরুদ্ধে উক্ত মিথ্যা প্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ লুৎফর রহমান
সভাপতি
দলিল লেখক সমিতি জেলা, ভোলা।