ভোলা শহরের মুসলিম পাড়ায় অবস্থিত ওসমানিয়া জামে মসজিদের জন্য একজন খতিব নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের কে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সহ মসজিদ কমিটির সভাপতি/ সাধারণ সম্পাদক বরাবর আবেদন করতে হবে ।
প্রার্থীর যোগ্যতা :
১. বিশুদ্ধ তেলাওয়াতকারী হতে হবে ।
২. দাওরাযে হাদিস/কামিল পাশ হতে হবে। (হাফেজ/ মুফতি হলে অগ্রাধিকার)
৩. বিবাহিত হতে হবে ।
৪. ৩০ ঊর্ধ্ব বয়স হতে হবে ।
৫. অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে ।
যোগাযোগ –
মোঃ হানিফ , হিসাব রক্ষক।
ওসমানিয়া জামে মসজিদ, মুসলিম পাড়া, ভোলা সদর ।
মোবাইল: ০১৭১৬৪২৫০১৯