ভোলা জেলার ওলামা-মাশায়েখ দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
ভোলা জেলার ওলামা-মাশায়েখ দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে ভোলায় সম্প্রতি যোগদান করা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম)। ভোলা জেলা পুলিশ এর আয়োজনে রবিবার (১৪ নভেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার ভোলার সভাপতিত্বে এবং মোহাম্মদ আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ভোলার সঞ্চালনায় ভোলা জেলার ওলামা-মাশায়েখ দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার উপস্থিত ভোলা জেলার ওলামা-মাশায়েখ দের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। এ সময় সমাজই স্থিতিশীলতা বজায় রাখতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আব্বাস উদ্দিন, ডিআইও-১ জাকির হোসেন জেলা বিশেষ শাখা ভোলা সহ ভোলা জেলার ওলামা-মাশায়েখ গণ উপস্থিত ছিলেন।