ভোলায় ৯১ লাখ টাকার কারেন্ট জাল জব্দ
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় ৯১ লাখ টাকার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম বৃহস্পতিবার অভিযান চালিয়ে এ অবৈধ কারেন্ট জাল জব্দ করে। পরবর্তীতে তা পুড়িয়ে ভষ্ম করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী দক্ষিণ জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে (২৯ নভেম্বর) বৃহস্পতিবার বিসিজি বেইস ভোলার একটি দল ভোলা সদর উপজেলার ইলিশা ঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে ২ লাখ ৬০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৯১ লাখ টাকা। যা পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার এবং মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ভষ্ম করা হয়। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার নুরুজ্জামান শেখ এ তথ্য জানান। কোস্টগার্ডের এ ধরনের অভিযান আগামীতেও পরিচালিত হবে বলে জানান তিনি।