ভোলায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
কাজী মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা.কম।
ভোলায় অটোরিকশার চাপায় মরিয়ম (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নে পশ্চিম চরকালি মাদ্রাসা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম চরকালি গ্রামের ইউনুসের মেয়ে।এ ব্যাপারে ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আরমান হোসেন জানান, সকালে রাস্তা পার হচ্ছিল মরিয়ম। এ সময় একটি অটোরিকশার চাপায় গুরুতর আহত হয় সে। এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।