ভোলায় স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টারের উদ্বোধন
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় অত্যাধুনিক চিকিৎসা সেবার যন্ত্রপাতিসহ শুভ উদ্বোধন হলো বেসরকারি ‘‘ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টার’’।
১৬ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় ভোলা শহরের নবারুণ সেন্টার মিলনায়তনে বাংলাদেশ বেতার টেলিভিশনের (পরিচালক বার্তা) কবি নাছির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে
ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টারের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ ডায়বেটিস হাসপাতালের সভাপতি অধ্যাপক একে আজাদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ভোলা প্রেসক্লাবের আহবায়ক প্রবীণ সাংবাদিক আবু তাহের, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া খাতুন প্রমূখ।
পরে আলোচনা সভা শেষে আগত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেন স্কয়ার হাসপাতালের চেয়ারম্যান মো: মনসুর আলম, পরিচালক মোজাইদুল ইসলাম তুহিন , পরিচালক মো সৈকত । এরপর প্রধান অতিথিরা ফিতা কেটে ‘‘স্কয়ার মেডিকেল সার্ভিসেস সেন্টার’’ এর শুভ উদ্বোধন এবং পরিদর্শণ করেন।