ভোলায় সেচ্ছাসেবীদের সহযোগিতায় ঘর পেয়েছেন সেই দরবেশ আলী।
আকতারুল ইসলাম আকাশ।
৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের সেচ্ছাসেবীদের সহযোগিতায় ঘর পেয়েছেন অসহায় সেই দরবেশ আলী। বহুল আলোচিত ” দৈনিক ভোলার বাণী পএিকায় ও তরঙ্গ নিউজসহ বিভিন্ন অনলাইন নিউজে ” মৃত্যুর আগে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দেওয়া একটি ঘর চান অসহায় দরবেশ আলী ” সেচ্ছাসেবীদের উদ্যোগে এই শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে। জেলা প্রশাসক এর নির্দেশে সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন সরেজমিনে গিয়ে বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দুস্থ পূর্নবাসনের জন্য বরাদ্দকৃত একটি ঘর দিবেন বলে আশ্বস্ত করেন। তার পরেরদিনেই সেই বাড়িতে চলে আসে ইট, বালু, টিনসহ প্রয়োজনীয় সরজ্ঞাম। দুই সপ্তাহের মাথায় মাত্রায় নির্মান করা হয় ঘরটি। আজ (১৯ নভেম্বর) সোমবার এই প্রতিবেদকসহ সেচ্ছাসেবী ইমাম হোসেন জিহাদ, ইমরান তাহীর ও সালাউদ্দিন নাঈম সরেজমিনে গিয়ে ঘরটি পরিদর্শন করে তাদের সাথে কথা বলেন। এসময় দরবেশ আলী ও তার সহধর্মিণী মল্লিকা খাতুন বলেন, আজ মনে হলো দেশের সরকার আমাদের দিকে তাকিয়েছে। জন্মের পর কোনদিন কিছুই পাইনি কিন্তু আজ পেয়েছি সরকারের দেওয়া একটি ঘর। আমরা দোয়া করি সরকারসহ আপনারা যারা আমাদের জন্য কষ্ট করে এই ঘরটির ব্যাবস্থা করে দিয়েছেন তাদের প্রতি। উল্লেখ যে, এর আগে ২নং ইলিশা ইউনিয়নের সফল চেয়ারম্যান মোহাম্মদ হাছনাঈন আহমেদ হাছান মিয়া ” দৈনিক ভোলার বাণী পএিকার স্টাফ রিপোর্টার ও তরঙ্গ নিউজের ভোলা জেলা প্রতিনিধি ইয়ামিন হোসেনের সাথে ভিডিও কলে কল দিয়ে এই পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে একটি ঘর করে দেওয়া ও তার সাথে তাদেরকে সরকারি বিভিন্ন সাহায্যে সহযোগিতা দিবেন বলে আশ্বস্ত করেছেন এবং তরুণ লেখক আকতারুল ইসলাম আকাশ ও এই মানবিক কাজে সাহায্যে করার জন্য ধন্যবাদ জানান সেচ্ছাসেবীদেরকে।