ভোলায় লঞ্চের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন

বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা॥
ভোলায় দুই লঞ্চের রেশা-রেশিতে এক যাত্রীর পা থেকে তালু বিচ্ছিন হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৮টার দিকে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুল জলিল। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার সময় ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে উপবন লঞ্চ ঘাট ত্যাগ করেন। এ সময় কয়েকজন যাত্রী পল্টুনে দেখে ঘাট সুপারভাইজার লঞ্চ পুনরায় ঘাটে ভিরানোর নির্দেশ দেন। উপবন লঞ্চ পুনরায় ঘাটে ভিড়ানোর সময় ঘাটে অবস্থান করা অপর লঞ্চের কিনারে দাঁড়ানো ছিলেন আব্দুল জলিল। এ সময় তিনি দুই লঞ্চের সাথে পায়ে ঘসা লাগে। এতে তার পায়ের পাতাসহ কয়েকটি আঙ্গুল ছিড়ে যায়। আহত আব্দুল জলিল দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সমেদ আলি সিকদারের ছেলে। তাৎক্ষনিকভাবে আহত জলিলকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

লঞ্চ চালক ও লঞ্চের সুপারভাইজারের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে কোন লঞ্চ মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

ঘটনার কথা শুনে পূর্ব ইলিশার নৌ-থানার ওসি মো: শাহিন উদ্দিন পিপিএম তার ফোর্সসহ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, দুর্ঘটনার জন্য যেই পক্ষেরই দোষ থাকক না কেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।