ভোলায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবী পরিশোধ
এম শাহরিয়ার জিলন, আমাদের ভোলা.কম।
শনিবার মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ভোলা জোনাল অফিসে মৃত্যু দাবী চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভোলা নিবাসী মরহুম নজরুল ইসলামের ১৪ লক্ষ টাকার বীমা দাবীর চেক তার স্ত্রী মোসাম্মৎ রহিমা বেগম ও কুঞ্জেরহাট নিবাসী মরহুম আলামিনের মৃত্যু দাবীর ৮০ হাজার টাকার চেক তার স্ত্রী মোসাঃ আসমা বেগমকে প্রদান করা হয়েছে। কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ মৃত্যু দাবীর চেক তার নমিনীর হাতে তুলে দেন। কোম্পানীর চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স জুন-২০১৮ইং পর্যন্ত ৫৪১৩১৫৪ (পাচ লক্ষ একচল্লিশ হাজার তিনশত পনের) জনকে মেয়াদ উর্ত্তীণ ও ২১৪০০ (একুশ হাজার চারশত) জনকে মৃত্যুদাবী সহ দাবী খাতে প্রায় ১,৯০০ (উনিশ কোটি) টাকা পরিশোধ করেছেন। মেঘনা লাইফ ২০১৭ সালের ৬৮৫৯৮ জনকে মেয়াদোর্ত্তীণ ও ২০১৩জনকে মৃত্যুদাবী সহ দাবী বাবদ ২৭১ কোটি ৭৩ লক্ষ টাকা পরিশোধ করেছেন। ২০১৮ সালে ২৬৭৮৭ জনকে মেয়াদোত্তীর্ণ ও ৮৩৪জনকে মৃত্যুদাবীসহ দাবী বাবদ ১২৪ কোটি ৬৮ লক্ষ টাকা পরিশোধ করেছেন। মেঘনা লাইফের লাইফ ফান্ড ১৫৯৮.৬৮ কোটি টাকা এবং পরিসম্পদ ১৬৯৮,৭৮ কোটি টাকা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডি.জি.এম মোঃ শাখাওয়াত হোসেন, বরিশাল সি.এস.সি ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সোহেল, ডি.ভি.সি উন্নয়ন মোঃ আমিন উল্ল্যাহ বিশ্বাস, ম্যানেজার প্রশাসন মোঃ আরিফুর রহমান সহ মেঘনা লাইফের ভোলা জেলার উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সহঃ ম্যানেজার মোঃ বিল্লাল হোসেন।