ভোলায় বিএনপি’র প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়ন দাখিল

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম ।
ভোলা সদর -১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর মনোনয়ন পত্র দাখিল করেছেন।
বুধবার বিকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা রিটার্নিং অফিসারের কাছে জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক হারুন-উর রশিদ ট্রুম্যান, সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম খানঁ , সিনিয়র যুগ্ন সম্পাদক হুমায়ন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক বশির হাওলাদার, জেলা বিএনপি’ও আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদার সহ আইনবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম বাছেদ প্রমুখ।
মনোনয়ন পত্র দাখিলের আগে জেলা বিএনপি’র মাহাজনপট্রি অফিসে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।