ভোলায় নৌপুলিশের অভিযানে জাটকা ইলিশ জব্দ
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা .কম।
ভোলায় দুইটি যাত্রীবাহী লঞ্চ থেকে সাড়ে ৪ মন জাটকা ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ সদস্যরা।বৃহস্পতিবার(২২নভেম্বর)গভীর রাতে ভোলার ইলিশা এলাকার মেঘনা নদীতে ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ কর্ণফুলি–১৩ ও ফাহারন–৫ থেকে এ জাটকা ইলিশ জব্দ করা হয়।
ইলিশা নৌ থানার ওসি সুজন কুমার পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ সদস্যরা ইলিশা এলাকার মেঘনা নদীতে ঢাকাগামী যাত্রীবাহী দুটি লঞ্চে পৃথক পৃথক তল্লাশী চালিয়ে সাড়ে ৪ মন জাটকা ইলিশ জব্দ করেছে। তবে এর সাথে জড়িত কাউকে আটক করা যায়নি।
তিনি আরো বলেন, একটি অসাধু চক্র র্দীঘ দিন ধরে জাটকা ইলিশ ভোলার বিভিন্ন এলাকা থেকে ঢাকায় পাচার করে আসছে। চক্রটিকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত জাটকা ইলিশ উপজেলা র্নিবাহী ম্যাজিস্টেট এর র্নিদেশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।