ভোলায় তাবলীগ জামাত সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য স্বারকলিপি প্রদান
ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা.কম।
ভোলায় তাবলীগ জামাতের দাওয়াতের কার্যক্রম সুষ্ঠ শান্তিপূর্ন ভাবে পরিচালনা করার জন্য জেলা প্রশাসক এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে তাবলীগ জামাতের (মাওলানা সাদ)পীররা জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক এর কাছে এই স্বারকলিপি প্রদান করেন। এসময় তারা বলেন-আগামী ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর জোর ও ১১ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত। টঙ্গীতে বিশ্ব ইজতিমা সফল করতে প্রশাসনের কাছে সকল ধরনের সহযোগিতা কামনা করেন।
মুফতি ইউছুফ, মাওলানা আবদুস সালাম, হাজী লীয়াকত হোসেন, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ভাই মিজানুর রহমান, ভাই সরোয়ার, হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, প্রফেসর আনিসুর রহমান, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা আমিরুল ইসলাম, ভাই মোস্তফা কামাল সোহাগ, প্রফেসর সুলতান মাহমুদ রিয়াজ, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, হাজী খোরশেদ আলম সহ বিভিন্ন হালকার মুরবিরা এবং বিভিন্ন উপজেলার তাবলীগ জামাত এর কয়েক হাজার সাথী উপস্থিত ছিলেন।