ভোলায় জেএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত-১৪১৭, বহিস্কার-২
নলীনী দাস মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ছবি
স্টাফ রিপোটার, আমাদের ভোলা.কম।
ভোলায় শান্তিপূর্ন পরিবেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় জেলার ২৫টি জেএসসি, ১৫টি জেডিসি ও ৮টি ভোকেশনাল কেন্দ্রে একযোগে শুরু হয়ে তা চলে দুপুর ১টা পর্যন্ত।
জেএসসি ও সমমানের পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ৩২ হাজার ৭২১ জন। যাদের মধ্যে জেএসসিতে ২০ হাজার ৮৩৭ জন, জেডিসিতে ১০ হাজার ৫৪৪ জন এবং ভোকেশনালে ১৩৪০জন।
মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলো এক হাজার ৪১৭জন পরীক্ষার্থী। যাদের মধ্যে জেএসসিতে ৬৫২ জন, জেডিসিতে ৫৯৪ এবং ভোকেশনালে ১৩১ জন।
এছাড়াও জেলার লালমোহন উপজেলার একটি কেন্দ্রে পরীক্ষায় নকলের অভিযোগে ২ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। ভোলা জেলা প্রশাসন কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
এদিকে পরীক্ষা কেন্দ্রেগুলোতে নকলমুক্ত পরিবেশে শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেগন পরীক্ষা পরিদর্শন করেন। কোথাও কোন অপ্রতিকর ঘটনায় খবর পাওয়া যায়নি।