ভোলায় ইয়াবাসহ যুবক আটক
জাফর ইকবাল।
ভোলায় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। গত ২০ নভেম্বর তাকে আটক করে কোষ্টগার্ড দক্ষিণ জোন বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা বিক্রেতা মোঃ আনোয়ার (২৬) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫ পিচ ইয়াবা জব্ধ করা হয়। আনোয়ারের বাড়ী সদর উপজেলার পাঙ্গাশিয়া (বাঘার বাজার) এলাকায়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে কোষ্টগার্ডের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার নূরুজ্জামান শেখ বিএন।