ভোলায় আগুনে পুড়লো ৩ বসতঘর
কাজী মহিবুল্লাহ আজাদ,আমাদের ভোলা।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামের মির্ধা বাড়িতে বৈদ্যুতিক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসত ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি। এতে ৫ লাখ টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভোলা ফায়ারসার্ভিস স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।