ভোলায় অটোরিক্সা চুরি চক্রের তিন হোতা আটক
নিজস্ব প্রতিবেদক , আমাদের ভোলা।
ভোলায় অটোরিকশা চুরি চক্রের তিন হোতাকে আটক করেছে পুলিশ। ১৯ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১২ টার সময় ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১২ তারিখ সংলগ্ন এলাকা থেকে মোঃ সোহেল (৩০) মোঃ আকবর (২৮) ও মোঃ বাচ্চু নামের তিন ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃত সোহেল ও আকবর একই ইউনিয়নের আমির হোসেন ও আবুল কালামের ছেলে আর বাচ্চু দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৃত আঃ রশিদের ছেলে।
ভুক্তভোগীরা জানান, খাইয়া নাখাইয়া বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে একটি অটো কিনে কিস্তিও চালাই আর নিজেদের পরিবার পরিজন নিয়ে দুবেলা খেয়ে পড়ে বেঁচে আছি। তার উপর যদি এই চোরেরা আমাদের গাড়িটা নিয়ে যায় তাহলে আমাদের বেঁচে থাকার সকল অর্থই নষ্ট হয়ে যায়। ভেদুরিয়ার ইউপি সদস্য মাকসুদুর রহমান বলেন, দীর্ঘ ৫ বছর পর্যন্ত প্রায় ২শত অটোরিক্সা চুরি করে এই চক্রটি। চট্রোগ্রাম ও ঢাকাতে এদের বড় নেটওর্য়াক আছে। পুলিশের কাছে এদের তুলে দিয়েছি, আশা করি আমরা এর বিচার পাবো।
ভোলা সদর থানার ওসি (তদন্ত) মোঃ আরমান হোসেন বলেন, আসামীদের নিয়ে অভিযান চলছে, অভিযান শেষে বিস্তারিত বলা যাবে।