ভোলার লেখক-সাংবাদিক ছোটন সাহার আজ জম্মদিন
ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।
দ্বীপজেলা ভোলার উদীয়মান তরুন লেখক ও সাংবাদিক ছোটন সাহার আজ ৩১ তম জম্মদিন আজ। তার বাবা মৃত সুবল সাহা একজন সরকারি চাকুরিজীবি ছিলেন, মা গৃহিনি। ছোটন সাহা ২০০৪ সালে সাংবাদিকতা শুরু করেন। তিনি বিভিন্ন সময় স্থানীয় ও জাতীয় সংবাদপত্রে কাজ করেছেন। বর্তমানে তিনি দেশেটিভি ও বাংলানিউজের ভোলা প্রতিনিধি হিসাবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি দৈনিক আজকের ভোলা পত্রিকার বার্তা সম্পাদক হিসাবে রয়েছে। উপকূলের সমস্য, সম্ভাবনা, উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রা নিয়ে তিনি প্রতিনিয়ত লিখছেন। যা সর্বমহলে বেশ প্রসংশিত হয়েছে। তিনি ভোলা প্রেসক্লাবের সদস্য এবং ভোলা রিপোর্টার্স ইউনিটার যুগ্ম সম্পাদক। সাংবাদিকতার পাশাপাশি তিনি গল্প, কবিতা লেখালেখির সাথেও যুক্ত রয়েছেন। ‘আড়ালে স্বপ্ন এবং মেঘের আঁধারে’ শিরোনামের দুটি উপন্যাস লিখেছেন তিনি, যা ২০১৬ ও ২০১৮ সালের একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছিলো। এছাড়াও তিনি একটি টিভি নাটকের রচনা করেছেন। সাংস্কৃতি সংগঠনের সাথে যুক্ত থাকায় তিনি ৪টি মঞ্চ নাটকেন রচনা ও নির্দেশনা দিয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা করছেন তিনি। এদিকে সাংবাদিক ছোটন সাহার জম্মদিনে সাংবাদিক, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।