ভোলার বাণীর রিপোর্টার আজিজুল হকের পিতার রুহের মাগফিরাত কামানায় দোয়া

ইয়াছিনুল ঈমন, সম্পাদক , আমাদের ভোলা।
দৈনিক ভোলার বাণীর রিপোর্টার আজিজুল হকের পিতা মরহুম আঃ রশীদ হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) জুময়ার নামাজ শেষে দরগাহ রোড আসরাফ সিকদার জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনা এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন মাঃ আব্বাস উদ্দিন, থানা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলান উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খোকন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন খন্দকার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আঃ কাদের সেলিম, জেলা কৃষক দলের সভাপতি আঃ রহমান সেন্টু, বরিশাল বিভাগের ট্যাক লড়ী-শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শেখ মোঃ কামাল, যুগ্ম সম্পাদক মুঃ আলাউদ্দিন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউছুফ হাসান খতিব আশরাফ সিকদার জামে মসজিদ, ভোলা।