ভোলায় বিএনপি নেতা সাবেক কমিশনার আবদু্র রব এর মায়ের ইন্তেকাল

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
ভোলা পৌর বিএনপির সভাপতি ও ভোলা পৌর ৬নং ওর্য়াড সাবেক কমিশনার আঃ রব মিয়া এবং ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক আকবর আকন এর মাতা ফজিলতুননেছা বেগম ২৬ নভেম্বর বিকাল ৪টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন । মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল ৮৫ বছর। মরহুমার তিন ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজা শনিবার সকাল ১০টায় মিয়াজি বাড়ি মসজিদের সামনে অনুষ্ঠিত হইবে। তাহার মৃত্যুতে শোক প্রকাশ করেন ভোলা জেলা বি এন পির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, জেলা বি এন পির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টুম্যান , জেলা বি এন পির সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান , ভোলা সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসিফ আলতাফ, ভোলা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ প্রমুখ।