ভোলায় নারী নির্যাতন মামলার আসামি কে কৌশলে গ্রেফতার করলো পুলিশ

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
ভোলা সদর মডেল থানার নারী ও শিশু নির্যাতন মামলা নং ৪৩ এর প্রধান আসামি হোসেনকে সুকৌশলে গ্রেপ্তার করেছে ভোলা সদর মডেল থানার চৌকস উপ-পরিদর্শক সুবীর সাহা । হোসেন ভোলা সদর উপজেলার উত্তর চর এলাকার শফিক বয়াতির পুত্র ।৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর করা তার স্বামী রাজমিস্ত্রি হোসেনকে আসামি করে গত ১৯ নভেম্বর ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে । মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক সুবীর সাহা রাজমিস্ত্রির কাজ করা আসামি হোসেনের মোবাইল ফোনে ফোন করে জানায় তার বাসায় কাজের জন্য একজন রাজমিস্ত্রি প্রয়োজন । তখন মামলার আসামি হোসেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুবীর সাহার সাথে নতুন বাজার দেখা করতে আসে । তখন সুবীর সাহা তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করে ।