বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন (ইউপিএস) স্কুলে অধ্যক্ষ আবশ্যক
ডেস্ক রিপোট, আমাদের ভোলা.কম।
আবশ্যক! . আবশ্যক!! আবশ্যক!!!
বর্তমান সরকারের ড্রিম স্কুল কনসেপ্ট বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ও উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন এর সরাসরি তত্বাবধানে পরিচালিত উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) এর জন্য একজন অধ্যক্ষ আবশ্যক।
শর্তাবলি:
* মাস্টার্স ডিগ্রীধারী হতে হবে।
* ইন্টারমেডিয়েট পর্যন্ত গণিত ও ইংরেজি বিষয়ের পাঠদানে সক্ষম হতে হবে।
* বয়স সর্বোচ্চ ৪০ বছর।
* IELTS এ Band Score-6.5 থাকতে হবে।
অযোগ্যতা:
* প্রাইভেট/ কোচিং পড়ানোর অভ্যাস থাকলে আবেদন করা সম্পূর্ণরুপে নিষেধ।
* ধূমপান, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ ও রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলে আবেদন করা যাবে না।
* কোনরূপ তদবির করলে অযোগ্য বলে বিবেচিত হবে।
* কঠোর পরিশ্রমী, প্রতিষ্ঠান গড়ার জন্য আত্মপ্রত্যয়ী ও চ্যালেঞ্জ গ্রহণে অপরাগ এমন প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই।
বেতন:
* প্রথম এক বছর সর্বসাকুল্যে মাসিক ৩৫০০০/- টাকা। দ্বিতীয় বছর সর্বসাকুল্যে মাসিক ৪০০০০/- টাকা। এরপর প্রতিষ্ঠানের নিজস্ব স্কেল অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।
* ২ বছর চাকুরী করার বন্ড দিতে হবে। ২ বছর পূর্ণ হওয়ার আগে প্রতিষ্ঠান ত্যাগ করলে ৬ মাসের বেতন ফেরত প্রদান করতে হবে।
আবেদন ফরম:
* উপজেলা নির্বাহী অফিসার, বোরহানউদ্দিন এর ফ্রন্ট ডেক্স হতে ১ ডিসেম্বর হতে অফিস চলাকালীন ১০ ডিসেম্বর, ২০১৮ খ্রিঃ পর্যন্ত সময়ে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণপূর্বক জমা দিতে হবে।
মোঃ আঃ কুদদূস
উপজেলা নির্বাহী কর্মকর্তা
ও
সভাপতি
উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস), বোরহানউদ্দিন।