বোরহানউদ্দিনে ভোক্তা অধিকারের অভিযান
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠান কে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর অনুমান সাড়ে ১২ টায় বোরহানউদ্দিন থানার পক্ষিয়া ইউনিয়ন বোরহানগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান, বোরহানউদ্দিন থানা পুলিশের সহযোগিতায়, ৩টি দোকান থেকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন। দোকানগুলো হচ্ছে- নোমান সেনেটারী (৩ হাজার), মেসার্স কিরণ ট্রেডার্স (২ হাজার) এবং জননী মেডিকেল হল (২ হাজার) টাকা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান বলেন, আমরা ৩টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।