দৈনিক ভোলার বানীর শুরুর কিছু কথা : মোকাম্মেল হক মিলন
মোকাম্মেল হক মিলন, সিনিয়র সাংবাদিক।
আজ চতুর্থ বছরে পা রাখতে যাচ্ছে দৈনিক ভোলার বানী। দীর্ঘজীবি হউক ভোলার বানীর প্রান। এই কামনা মহান রাব্বুল আল আমিনের নিকট। ৩ বছর পূর্বে ভোলার তালুকদার ভবনে তৃতীয় তলার একটি ছোট্ট কক্ষে ভোলার আইকন সাংবাদিক নামে খ্যাত প্রবীন সাংবাদিক এম.এ তাহের, হাবিবুর রহমান, মোবাশ্বির উল্লাহ চৌধুরী, দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব শওকত হোসেন, প্রেসক্লাবের সাবেক সম্পাদক সামসুল আলম মিঠু, দৈনিক ভোলার বানীর সম্পাদক এম. মাকসুদুর রহমান, ইনকিলাবের প্রতিনিধি এম.এ বারি, এনটিভির প্রতিনিধি আফজাল হোসেন, নিউ নেশন পত্রিকার প্রতিনিধি আব্দুস সহিদ তালুকদার, আমিনুল ইসলাম খান মঞ্জু আমি মোকাম্মেল হক মিলন সহ বিভিন্ন পত্রিকা ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন। সেদিন রাত ১১ টার পর পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলেই প্রেসে চলে গেলাম। সে এক অজানা বেকুলতা। প্রেস থেকে রাত ১ টার পর আমি অসুস্থ থাকায় বাড়ি চলে গেলাম। সম্পাদক সহ অন্যরা সারারাত কাটালেন প্রেসে। খুব সকালে শহরের দোকান ও অফিস আদালত এমনকি ৭ উপজেলার শহরেও পাঠিয়ে দেওয়া হলো পত্রিকা। ঘুম থেকে উঠে পত্রিকাটি হাতে পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানালাম। এই যে পথ চলার পর শুরু হলো আর থেমে নেই। মফস্বল শহর থেকে পত্রিকা বের করা সে কি ঝামেলা আর কঠিন বুঝাবো কেমন করে। একদিকে অর্থ যোগান অন্যদিকে নতুন সংবাদ সংগ্রহ আর মফস্বল শহরের চাহিদা পূরন করা খুবই কঠিন। তারপরেও নানান বিপত্তি পেরিয়ে ভোলার বানী আজ চতুর্থ বর্ষে পা রাখছে, সেজন্য অনেক অনেক শুকরিয়া। আগামীর পথচলা আর ভোলার মানুষের সুখ দুঃখ তুলে ধরবে এই প্রত্যাশা। সরকারি/বেসরকারি দুভাবে ভোলার সমস্যাগুলো সমাধানে ভোলার বানী কাজ করবে/তুলে ধরবে ? ভোলার বানীর কাছে মানুষের চাওয়া নিয়মিত ভাবে লেখা হওয়া যাতে ভোলার সাথে বরিশাল স্থল সংযোগ স্থাপনে ভেদুরিয়া লাহারহাট পর্যন্ত দীর্ঘ ব্রীজ নির্মান, ভোলার নদীভাঙ্গন রোধে পরিকল্পিত ভাবে ব্লক বাধের ব্যবস্থা করা, ভোলা সদর হাসপাতালকে ২৫০ শয্যা থেকে ৫০০ শয্যায় উন্নিত করন ও ডাক্তার স্বল্পতা দুরিকরন এবং ভোলায় সরকারি ভাবে মেডিকেল কলেজ স্থাপন করা। সর্বপরি গ্যাসভিত্তিক শিল্প কলকারখানা স্থাপন সহ ভোলার মানুষের জন্য কর্ম সংস্থান মূলক ইন্ড্রাষ্ট্রি গড়ে তোলা। এসব পূরনে মাননীয় প্রধানমন্ত্রী সহ ভোলার গর্বের ধন ও অভিভাবক জননেতা সাবেক মন্ত্রী সাংসদ জনাব তোফায়েল আহমেদ সক্রীয় ভূমিকা রাখবেন এই প্রত্যাশা।
ভোলার বানী হোক অবহেলিত ভোলাবাসীর কণ্ঠস্বর, সমস্যা সমাধানে সমাজের দর্পন। আমিন ॥