তেতুলিয়ার কবি মোঃ আঃ কুদদূস এর ” চোরাবালি “

চোরাবালি
মোঃ আঃ কুদদূস

আনন্দের এ ভূবনে অনন্ত রয়
অনেক অনবদ্য অনুরাগ
অনুপম ছবিতে তাই অাপ্লুত হই
অনুভূতিগুলো রয় সজাগ।

কবিতার প্রেক্ষাপট বিনির্মাণে
অহরহ তন্নতন্ন করে খুঁজি-
এক মুঠো মমতার শুকনো কাষ্ঠ।
ভবলেশহীন, মোর শূন্য পুঁজি।

আঁধারে হাতরিয়ে মরি, পেতে-
একমুঠো চাঁন্দের আলো
কখনো তারার সাথে দেখা হয়
দেখে তাকে বাসি ভালো।

মোনালিসার হাসির রহস্য খুঁজে
হয়রান যুগান্তরের কবি
কখনো মনে হয়, কিছুই বুঝি নাই
আবার বুঝি, বুঝেছি সবই।

প্রেমের অমর বন্ধনে বাঁধি ঘর
চোরাবালির বালুচরে
জগত জুড়ে শুধু আপন খুঁজি,
সবাই ঠেলে দেয় দূরে।

আনন্দলোকে চোখ বুজে, নিরবে
কল্পনায় আল্পনা আঁকি
কেউ মোর আপন হবে না-জানি,
তবুও যে প্রতীক্ষায় থাকি।

১৮ নভেম্বর ২০১৮
সমিল মুক্তক ছন্দ

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।