তজুমদ্দিনে নৌকার পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের উঠান বৈঠক
তজুমদ্দিন প্রতিনিধি , আমাদের ভোলা.কম।
ভোলা-৩ লালমোহন তজুমদ্দিনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের পক্ষে উঠান বৈঠক করছেন যুবলীগ ও ছাত্রলীগ।
গতকাল বিকালে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আলী আহম্মদ মিয়ার বাড়ি ও চাঁদপুর ইউনিয়নের দেওয়ানপুর, বালিয়াকান্দি, মহাজনকান্দি এবং শশীগঞ্জ গ্রামের বিভিন্ন বাড়িসহ পাড়ায় পাড়ায় অনুষ্ঠিত এসব উঠান বৈঠকে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান। হোসনেআরা চৌধুরী মহিলা কলেজ অধ্যক্ষ হেলালউদ্দিন সুমন, উপজেলা যুবলীগ সভাপতি শহিদুল্লাহ কিরন, সহ সভাপতি ফরিদউদ্দিন তালুকদার, লিটন মহাজন, সাধারন সম্পাদক আব্দুর রহমান, মিশু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ, চাঁদপুর ইউনিয়ন দক্ষিন যুবলীগ যুগ্ন আহবায়ক মোশারেফ হোসেন, শহর যুবলীগ সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিন মহাজন, সাধারন সম্পাদক মোঃ রাসেল, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হাসান, উপজেলা ক্রিয়া সংস্থা সাধারন সম্পাদক তুহিন তালুকদার, কলেজ শাখা ছাত্রলীগ সম্পাদক সাইফুদ্দিন সবুজ, চাঁদপুর ইউনিয়ন দক্ষিন ছাত্রলীগ সভাপতি রিয়াজ তালুকদার প্রমুখ।
তজুমদ্দিনে এমপি শাওনের উন্নয়নের চিত্র তুলে ধরে বাড়ি বাড়ি গিয়ে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা ভোটারদেরকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান জানান ও লিফলেট বিতরন করেন।