ট্রেন দুর্ঘটনায় ভোলার কৃতি ফুটবলার বুলবুলের ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

মোঃ আরিয়ান আরিফ : আমাদের ভোলা.কম।

ভোলা শহরের ওয়াস্টেন পাড়ার বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক মাও: আহমদুল্লাহ ছোট ছেলে ভোলার কৃতি ফুটবলার নাজমুস সাকিব বুলবুল আর নেই । শুক্রবার সন্ধায় ঢাকা তেজগাও রেল ক্রসিং এলাকায় ট্রেন দুর্ঘটনায় ইন্তেকাল করেন । ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজিউন ।
নাজমুস সাকিব বুলবুল কয়েক দিন আগে ঢাকাতে শশুর বাড়ী বেড়াতে যায় । শুক্রবার সন্ধায় ঢাকা তেজগাও রেল স্টেশন এলাকায় এক বন্ধুর সাথে দেখা করার জন্য যায় । এসময় রেল লাইন ক্রসিং করার সময় অসাবধানতা বসত ট্রেনের নিচে কাটা পরে।

বুলবুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ,আত্বিয়-স্বজন, ভোলার ক্রীড়া অঙ্গন ও বন্ধু মহলে । সদা হাসি মাখা প্রানবন্ত বন্ধু বৎসল বুলবুল কে হারিয়ে শোকের ছায়া বইছে তাদের মাঝে । অনেকেই মেনে নিতে পারছেন না বুলবুলের এই অকাল মুত্যুকে ।
শনিবার বিকেলে আছর বাদ ভোলা খলিফা পট্রি জামে মসজিদে বুলবুলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ভোলার বাপ্তা ইউনিয়নের চেউয়াখালি গ্রামে মরহুমের পারিবারিক কররস্থানে দাফন করা হয়
নাজমুস সাকিব বুলবুলের মৃত্যুকে গভির শোক প্রকাশ করেছেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মু. শওকাত হোসেন , ভোলা জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি হামিদুল হক বাহলুল মোল্লা , ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যাক্ষ আলহাজ্ব মাও: মোবাশ্বেরুল হক নাইম , জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন ,প্রধান শিক্ষক মু. আবু তাহের ভোলা নাগরিক অধিকার ফোরামের সাধারন সম্পাদক এ্যাড. সাহাদাত শাহিন , এ্যাড. মনিরুল ইসলাম , ক্রীড়া সংস্থার সিনিয়র সহকারি সম্পাদক মুনতাসির আলম চৌধূরি রবিন, যুগ্ম সম্পাদক তানবির হায়দার চৌধূরি বাজিব, নির্বাহি সদস্য মনিরুল ইসলাম , জিয়াউদ্দিন রুবেল , চ্যানেল ২৪ প্রতিনিধি আদিল হোসেন তপু , আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন কাফন বিভাগের সম্পাদক হাফেজ বনি আমিন প্রমুখ । তারা পৃথক পৃথক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মরহুমের শোকাত্ব পরিবারের প্রতি গভির সমবেদনা প্রকাশ করেন ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।