টুটুল স্মৃতি ফুটবল লীগে ১ম পর্বের একাদশ ম্যাচ ২-২ গোলে ড্র
স্টাফ রিপোটার, আমাদের ভোলা.কম।
ভোলায় জমজমাট টুটুল স্মৃতি ফুটবল লীগ। প্রতিদিনই গ্যালারি ভর্তি ফুটবল প্রেমী সারি সারি দর্শক খেলা উপভোগ করছেন। উৎসবমুখর পরিবেশে প্রতিটি খেলায় যেন ভিন্ন রকম আনন্দ উপভোগ করছেন ফটুবলপ্রেমী দর্শকরা।
১৬ নভেম্বর শুক্রবার লীগের প্রথম রাউন্ডের একাদশ ম্যাচের খেলায় মুখোমুখি হয়েছিল শামসুদ্দিন স্মৃতি সংঘ বনাম বাপ্তা স্পোর্টিং ক্লাব। হাই ভোল্টেজ এ ম্যাচের পুরোটা ছিল উওেজনায় ভরপুর । এযেন শেয়ানে শেয়ানে লড়াই। ম্যাচ শেষে ২-২ গোলে ড্র করে খেলা শেষ করে দুদল।
১৭ নভেম্বর মুখোমুখি হবে আইডিয়াল ক্লাব বনাম শিশির মেমোরিয়াল ক্লাবের মধ্যকার ম্যাচ