চীনের সিনোভ্যাকের কোভিড ভ্যাকসিনের পরীক্ষা স্থগিত করেছে ব্রাজিল
ব্রাজিলের স্বাস্থ্য বিষয়ক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আনভিসা বলেছেন, গত ২৯শে অক্টোবর ওই ঘটনা ঘটেছে। তবে তারা আর বিস্তারিত কিছু জানায়নি।
সোমবার আনভিসা জানিয়েছে, টিকাটির পরীক্ষায় মারাত্মক বিরূপ প্রভাব দেখতে পাওয়ার পর তারা পরীক্ষা স্থগিত করে দিয়েছে।
কোথায় এই ঘটনা ঘটেছে, তাও জানায়নি সংস্থাটি।
তবে ব্রাজিলে যারা টিকাটির পরীক্ষা কার্যক্রম চালাচ্ছে, সেই মেডিকেল রিসার্চ ইন্সটিটিউটের প্রধান ডিমাস কোভাস স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, একজন ব্যক্তির মৃত্যুর কারণে টিকার কার্যক্রম স্থগিত হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, তার মৃত্যুর সঙ্গে টিকার সম্পর্ক নেই।
ঘটনাটির ব্যাপারে ব্রাজিলের কর্তৃপক্ষের সঙ্গে তারা যোগাযোগ রাখছে।
করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বে যে কয়েকটি টিকার কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তার একটি চীনের সিনোভেক বায়োটেকের আবিষ্কৃত করোনাভ্যাক টিকাটি।
সিনোভেক দাবি করেছে, তারা টিকাটি নিরাপত্তার ব্যাপারে তারা নিশ্চিত।
সূত্র – বিবিসি বাংলা