চরফ্যাসন সরকারি কলেজের দুলাল ঘোষ আর নেই

এম আবু সিদ্দিক,বিশেষ প্রতিনিধি।
চরফ্যাশন সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্রী দুলাল চন্দ্র ঘোষ আর নেই।আজ বৃহস্পতিবার রাত ৮:৩০ ঘটিকায় চরফ্যাশন হাসপাতালে পরলোকগমন করেন।
প্রথিতযশা এই শিক্ষাবিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ভোলা- ৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।চরফ্যাশন সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক শ্রদ্ধেয় শিক্ষাগুরু এমপি জ্যাকবের শিক্ষক ছিলেন।অধ্যাপক দুলাল চন্দ্র ঘোষের মৃত্যুতে আরও গভীর শোক প্রকাশ করেছেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহম্মেদ দুলাল,চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন,সম্পাদক মনির আহমেদ শুভ্র,সিনিয়র সহ সভাপতি এম আবু সিদ্দিক।