চরফ্যাশনে সড়ক র্দূঘটনায় যুবক নিহত
মো: ফাহাদ, আমাদের ভোলা.কম।
চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নে বেড়ির উপর টেম্পুর নিচে চাপা পড়ে চালক মোঃ হাসেম মাঝী ওরফে আব্বাস (২৭) নিহত হয়েছে।
বুধবার(২৭নভেম্বর) দুপুর দেড়টার দিকে শশীভূষণ থানার চরকলমী ইউনিয়নের বকসী এলাকায় বেড়ীবাধের উপর এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ হাসেম মাঝী ওরফে আব্বাস চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঃ খালেক মাঝীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুর দেড়টার দিকে অলিম্পিক কোম্পানীর একটি টেম্পু বিভিন্ন মাল নিয়ে, চরকলমী বকসী এলাকার বেড়ী দিয়ে বকসী লঞ্চঘাটে যাওয়ার জন্য মোড় দিয়ে ব্রীজে উঠলে বিপরীত দিক থেকে হঠাৎ একটি নসিমন আসলে চালক টেম্পুটির নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। এসময় টেম্পুটি উল্টে গিয়ে চালক নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।