কবিতা: এপার ওপার

কবিতা: এপার ওপার
শিরোনাম: ভব পারাপার
===============
এপার আর ওপার
কি এক অদ্ভুত ব্যাপার
নেই খাল বিল।
আছে বিস্তর ফারাক
যেন জগৎ সে আর এক
নেই কোন মিল।
একটি মাত্র পথ, মৃত্যু
দ্বিতীয়টি নেই, নিশ্চিত সত্য
নির্ভুল, অভ্রান্ত।
যে যায়, কোথায় সে জানে না
যে জানে সে যেতেও পারে না
শেষ পর্যন্ত।
যে সাজায় সে নাহি যায়
যে সাজে সে বুঝতে নাহি পায়
কি এক অদ্ভুত পথ।
এসেছিলে শুন্য হাতে
যেতেও হবে শুন্যের সাথে
কড়ি বিনা পাড় হবে রথ।
কেন এত লোভ আর লালসা
মোহ, কামনা, বাসনাতে
জিঘাংসায় রও হিংসা
প্রতিহিংসায় মেতে
থাক ক্ষমতার উল্লাসে
নিত্য অন্ধকারে
জ্বালিতে কি পারিবে তাহা
নিজ সৎকারে?
সিদ্ধান্ত তোমার
যাবে ওপার?
লেখকঃ
রফিকুল ইসলাম সরকার (সুপ্তকূঁড়ি)
(ছড়াকার, কবি, কলামিস্ট, উন্নয়ন কর্মী)